মেনু নির্বাচন করুন

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

১. শিক্ষা প্রতিষ্ঠানের নাম : দিনাজপুর ইসলামিয়া মহিলা কলেজ, দিনাজপুর।

ইংরেজিতে (ব্লক লেটার) : DINAJPUR ISLAMIA MAHILA COLLEGE, DINAJPUR

২। অবস্থান  :- ক)  দিনাজপুর জেলার সদর উপজেলার ১০ নং ওয়ার্ড (দিনাজপুর পৌরসভা) ষষ্ঠিতলা, ষ্টেশন রোড-এ অবস্থিত।  

খ)  জমির পরিমাণ :-  ০.২৭ একর (প্রায়)।

গ)  কলেজ কোড :-  ৭৯৬৯ (দিনাজপুর শিক্ষা বোর্ড), ১৩০৮৮ (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা)

ঘ)  এমপিও কোড :-  ৭৮১১১০৩১০১

ঙ)  উপবৃত্তি কোড :-  ৫২৭৬৪০৯

চ)  ইআইআইএন কোড :-  ১২০৮১৯

ছ)  প্রথম এমপিও ভূক্তির কাল :-  ১৯৯৫ খ্রীঃ

জ)  বিভাগ :-  মানবিক, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম)।

ঝ)  শিক্ষক কর্মচারীর সংখ্যা :-  ৩১ জন।

৩। প্রতিষ্ঠাকাল :- ১২/০৯/১৯৯০ খ্রীঃ

৪। ইতিহাস :- দিনাজপুর ইসলামিয়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট প্রবিন শিক্ষাবিদ মরহুম খোরশেদ আলী আহামেদ সাহেব অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা ফজলুল হক এর প্রতিষ্ঠিত ইসলামিয়া কলেজ, কলকাতা হতে এম এ ডিগ্রি লাভ করেন। স্বাধীনতার পর হতে ৯০ এর দশক পর্যন্ত একটি মাত্র সরকারি মহিলা কলেজে সব ধরনের ছাত্রীদের ভর্তির সুযোগ না থাকায় স্থানীয় সূধীমহল অত্রাঞ্চলের নারী শিক্ষা প্রসার কল্পে দিনাজপুরে আরো একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। কলকাতায় অবস্থিত ইসলামিয়া কলেজের নামানুসারে এবং অত্রঞ্চলে মহিলাদের নারী শিক্ষার গুরুত্ব অনুভব করে ১৯৯০ সালে “দিনাজপুর ইসলামিয়া মহিলা কলেজ, দিনাজপুর” প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ কলেজটি গড়ার মহান দায়িত্ব বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মু. দরমিয়ান আলীর উপর অর্পন করা হয়। দীর্ঘ্য ২২ বছর ধরে তিনি স্বেচ্ছায় বিনা বেতনে অত্র কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। কলেজটি শহরের প্রাণকেন্দ্র  ষ্টেশন রোড, ষষ্ঠিতলায় অবস্থিত হওয়ায় ছাত্রীরা সহজ ও নিরাপদে যাতায়াত করতে পারে।


বর্তমানে কলেজটিতে এইচ, এস, সি পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এইচ, এস, সি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা চালু আছে। একাডেমিক উন্নতি, ছাত্রীদের ভাল ফলাফল নিশ্চিতকরণ, লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা প্রদানসহ  ভবিষ্যতে স্নাতক/সন্মান পর্যায়ে উন্নিত করার লক্ষ্যে বর্তমান গভর্নিং বডি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।